• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬

শীতের পোশাক কেনাবেচা


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জানুয়ারি ৫, ২০২২, ০৭:৩৬ পিএম
শীতের পোশাক কেনাবেচা

রাজধানীতে এখনো ঝাঁকিয়ে শীত নামেনি। পৌষের এই শেষ বেলায় শীত নামুক আর নাই নামুক শীতে, নতুন পোশাকের পাশাপাশি নানা রঙের বিদেশি আরামদায়ক কম্বল ব্যবহারের চল অনেক আগের থেকেই শুরু হয়েছে। ঝাঁ চকচকে দোকানের পাশাপাশি বিভিন্ন মার্কেট সংলগ্ন এলাকার রাস্তা পাশেই গড়ে উঠেছে শীতবস্ত্রের দোকান। এই সকল দোকানে দেখা মিলে দুবাই, সৌদি আরব, কাতার থেকে আনা বিভিন্ন সাইজের কম্বল। ৮০০ টাকা থেকে শুরু করে ৮০০০ টাকা দামের কম্বল এখানে পাওয়া যায়। দুই বছরের করোনা মহামারি পর এবারে  শীতের আমেজ কম থাকায় বিক্রেতারা এখনো লাভের মুখ না দেখলেও দোকান খুলে রাখতে পারায় তারা খুশি। ছবি : সাবরিনা ইয়াসমীন।

দেশীয় কম্বলের পাশাপাশি বিদেশি কম্বলের পসরা সাজিয়ে বসে আছেন আব্দুল আজিজ মিয়া।
শীতের পোশাক দেখছেন ক্রেতারা।
বিদেশি কম্বলের পাশাপাশি দেশীয় পাতলা কম্বলের চাহিদাও রয়েছে মার্কেটে।
গার্মেন্টস থেকে পাইকারি দরে নিয়ে আসা বিভিন্ন দাম ও মানের কমফোর্টারও পাওয়া যায় এখানে। 
চাহিদার শীর্ষে বাচ্চাদের শীতের পোশাকের।
দুবাই থেকে আনা কম্বলগুলো দৃষ্টি আকর্ষণ করে ক্রেতাদের।
ক্রেতাদের কম্বল দেখাচ্ছেন এক বিক্রেতা। 
নিম্ন আয়ের পাশাপাশি মধ্যবিত্তরাও আসেন এই দোকানগুলোতে।
শীতের আমেজ কম থাকায় কিছুটা মন্দা যাচ্ছে বেচাবিক্রিতে।
পছন্দমতো শীতের পোশাক কিনছেন দুই নারী ক্রেতা।

 

Link copied!