• ঢাকা
  • রবিবার, ১৯ মে, ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১,

হাসপাতালে বাড়ছে করোনা রোগীর চাপ 


সাবরিনা মুন্নী
প্রকাশিত: জানুয়ারি ৩১, ২০২২, ০৭:৫০ পিএম
হাসপাতালে বাড়ছে করোনা রোগীর চাপ 

প্রাণঘাতী করোনাভাইরাসে সংক্রমণ ও মৃত্যু দিন দিন বেড়েই চলেছে। রাজধানীর হাসপাতালগুলোতে প্রতিদিনই নতুন রোগীর সংখ্যা বাড়ছে। শ্বাস কষ্ট, জ্বর, সর্দি-কাশিসহ অনেকই শারীরিক দূর্বলতা জনিত নানান সমস্যা নিয়েও হাসপাতালে ভীড় করছেন। তবে মৃতের সংখ্যা কম হলেও আক্রান্তের সংখ্যা দিন দিনই বৃদ্ধি পাচ্ছে। ঢাকার বিভিন্ন হাসপাতাল ঘুরে ছবিগুলো তুলেছেন সাবরিনা মুন্নী।

হাসপাতালে স্ট্রেচারে করে নিয়ে যাচ্ছেন করোনা আক্রান্ত এক নারীকে
নারায়নগঞ্জ থেকে নিয়ে আসা মুক্তারানী দাশকে করোনা ও শ্বাসকষ্টের জন্য ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়
সাতদিন পর হাসপাতালে থেকে স্বজনদের সঙ্গে বাড়ি ফিরছেন আছিয়া বেগম
কালিয়াকৈর থেকে ঢাকায় আনা হয় করোনা আক্রান্ত মোহাম্মদ হানিফকে। হাসপাতালে বেড খালি না থাকায় দীর্ঘক্ষণ তাকে অ্যাম্বুলেন্সেই অপেক্ষা করতে হয়
ডায়াবেটিকস ও উচ্চ রক্তচাপ নিয়ে করোনা আক্রান্ত হয়েছিলেন সামছুন নাহার। এখন তিনি সুস্থ, তাই বাড়ি ফিরে যাচ্ছেন
করোনা পরবর্তী দূর্বলতার জন্য দাঁড়িয়ে থাকতে পারছেন না এই বৃদ্ধা
ঢাকা মেডিকেলের করোনা ইউনিটে প্রতিদিনই বাড়ছে উপসর্গ নিয়ে রোগীর ভিড় 
হাসপাতালের বাইরে রোগীদের অপেক্ষা করার জন্য কোন ব্যবস্থা না থাকায় সিঁড়িতেই বসে আছেন অসুস্থ এই নারী
হুইল চেয়ারে করে রোগী নিয়ে যাচ্ছেন হাসপাতালের এক কর্মী
রাজধানীর খিলক্ষেত থেকে করোনা আক্রান্ত রোগীকে হাসপাতালে নিয়ে এসেছেন স্বজনরা


 

Link copied!