• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬

২০ কিমি যানজটে স্থবির ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: মার্চ ১৭, ২০২২, ০২:০৩ পিএম
২০ কিমি যানজটে স্থবির ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট শুরু হয়েছে। মহাসড়কের মেঘনা সেতুর টোল প্লাজা থেকে সাইনবোর্ড পর্যন্ত প্রায় ২০ কিলোমিটার এলাকাজুড়ে যানজট রয়েছে।

বৃহস্পতিবার (১৭ মার্চ) ভোর থেকে শুরু হওয়া এই দীর্ঘ যানজটে আটকে পড়া যাত্রী ও চালকদের দুর্ভোগ চরমে উঠেছে। সেই সঙ্গে আছে তীব্র গরম।

তিন দিনের ছুটির কারণে ঘরমুখী মানুষের চাপে রাস্তায় অতিরিক্ত গাড়ির কারণেই যানজট হচ্ছে বলে জানিয়েছেন হাইওয়ে পুলিশ।

সকাল ৯টার দিকে সোনারগাঁয়ের মদনপুর চৌরাস্তা বাস স্ট্যান্ডে যানজটে আটকা পড়েন নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার বাসিন্দা চাকরিজীবী রুবেল মিয়া। তিনি বলেন, “স্ত্রী-সন্তানদের নিয়ে গ্রামের বাড়িতে যাওয়ার জন্য ভোর ৫টায় রওনা হই। ঢাকার সায়েদাবাদে বাসে উঠেছি। সেখান থেকে মদনপুর চৌরাস্তা আসতে ৪ ঘণ্টা সময় লেগেছে। অথচ অন্য সময় এতটুকু পথ পাড়ি দিতে সর্বোচ্চ ৪০ মিনিট সময় লাগত।”

কাচঁপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ করিম খান জানান, তিন দিনের ছুটিতে ঘরমুখী মানুষের অতিরিক্ত গাড়ির চাপের কারণে যানজটের সৃষ্টি হয়েছে। মহাসড়কে সার্বক্ষণিক হাইওয়ে পুলিশ দায়িত্ব পালন করে যাচ্ছে। যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!