• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

হাসপাতাল থেকে বাসায় ফিরলেন সাবেক অর্থমন্ত্রী


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: মার্চ ১২, ২০২২, ০৩:০১ পিএম
হাসপাতাল থেকে বাসায় ফিরলেন সাবেক অর্থমন্ত্রী
ফাইল ছবি

অবশেষে হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন সাবেক অর্থমন্ত্রী ও আওয়ামী লীগের কেন্দ্রীয় উপদেষ্টা কমিটির সদস্য আবুল মাল আবদুল মুহিত। এর আগে ছয়দিন পর শুক্রবার (১১ মার্চ) বাসায় ফেরেন তিনি।

শনিবার (১২ মার্চ) আবুল মাল আবদুল মুহিতের ব্যক্তিগত সহকারী মোহাম্মদ বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেন।

মোহাম্মদ বাচ্চু মিয়া বলেন, “স্যার শুক্রবার জুমার নামাজের পর হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বনানীর বাসায় আসেন। আগামী ১৪ মার্চ তিনি সিলেটে যাবেন। নিজ এলাকার মানুষের সঙ্গে দেখা করে আবার ঢাকায় ফিরবেন তিনি।”

মোহাম্মদ বাচ্চু আরও বলেন, “বাসায় ফিরলেও এখনও শক্ত কোনও খাবার খেতে পারছেন না সাবেক এই অর্থমন্ত্রী। চিবিয়ে ফেলে দিচ্ছেন। তার লিভারে সমস্যা দেখা দিয়েছে। খাবারের প্রতি রুচি না থাকায় ৮৮ বছর বয়সী মুহিত শারীরিকভাবে অনেকটা দুর্বল হয়ে পড়েছেন। লিভারের সমস্যা নিরসনে এখন অপারেশন করার মতো শারীরিক পরিস্থিতিও নেই তার।”

এদিকে সিলেটে নিজ জন্মভূমিতে যাওয়ার জন্য তিনি ব্যাকুল হয়ে আছেন বলে পারিবারিক সূত্র জানিয়েছে।

এর আগে গত ৫ মার্চ রাজধানীর গ্রিনলাইফ হাসপাতালে ভর্তি করা হয় সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

Link copied!