• ঢাকা
  • রবিবার, ০৪ মে, ২০২৫, ২১ বৈশাখ ১৪৩২, ৫ জ্বিলকদ ১৪৪৬

হাতিরঝিল থেকে ডিবিসি নিউজের প্রযোজকের মরদেহ উদ্ধার


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জুন ৮, ২০২২, ১১:১০ এএম
হাতিরঝিল থেকে ডিবিসি নিউজের প্রযোজকের মরদেহ উদ্ধার

রাজধানীর হাতিরঝিল থেকে ডিবিসি নিউজের প্রযোজক আব্দুল বারির (২৭) ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (৮ জুন) সকালে হাতিরঝিলের পুলিশ প্লাজার উল্টোদিকে সড়ক থেকে তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশের বরাত দিয়ে ডিবিসি জানিয়েছে, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে পূর্ব শত্রুতার জেরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি জব্দ করেছে পুলিশ।

ময়নাতদন্তের জন্য আব্দুল বারির মরদেহ রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। ঘটনাস্থলের আশেপাশের সিসি টিভি ফুটেজ সংগ্রহ করে অপরাধীদের শনাক্তের চেষ্টা চলছে। 

গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান জানান, তাকে খুন করা হয়েছে, তা স্পষ্ট। সুরতহালে সে রকম আলামতই পাওয়া গেছে।

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!