• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬

হাজারীবাগে দুই যুবক গুলিবিদ্ধ


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জানুয়ারি ৮, ২০২২, ০২:৩৯ পিএম
হাজারীবাগে দুই যুবক গুলিবিদ্ধ

রাজধানীর হাজারীবাগে রিকশার গ্যারেজের জায়গা দখল করাকে কেন্দ্র করে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে দুই যুবক গুলিবিদ্ধ হয়েছেন। পরে তাদের দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়।

শনিবার (৮ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন মো. আরিফ (৩৫) এবং খোকন (৩৩)। 

গুলিবিদ্ধ আরিফ বলেন, “আমরা ১০-১২ জন ওই জায়গা ভাড়া নিয়ে রিকশার গ্যারেজ করেছি। আমাদের এখান থেকে চলে যাওয়ার জন্য বলে ব্রাদার্স মাসুদ এবং নজরুল। এ সময় আমরা তাদের কাছে কয়েক দিনের সময় চাই। তারা সময় না দিয়ে আজকে আমাদের গ্যারেজে এসে আমাদের মালামাল রিকশা বের করে দেয়। আমরা বাধা দিলে ব্রাদার্স মাসুদ, নজরুল, বাদশা, বাবু ও কামাল পিস্তল দিয়ে আমাকে ও খোকনকে গুলি করে। আমার বাঁ পায়ে গুলি লেগেছে এবং খোকনের পেটে লেগেছে।”

এছাড়া আরও ৩০-৪০ জন লোক তাদের সঙ্গে এসেছিল বলে জানান আহত ওই যুবক।

হাজারীবাগ থানার উপপরিদর্শক (এসআই) মহসিন আলী বলেন, “আমরা খবর পেয়ে ঢামেক হাসপাতালে এসেছি। গুলিবিদ্ধ আরিফ ও খোকনের সঙ্গে কথা বলেছি।”

এছাড়া পুরো বিষয় জানার পরে আপনাদের জানানো হবে বলে জানান তিনি।
 

Link copied!