• ঢাকা
  • মঙ্গলবার, ০৪ নভেম্বর, ২০২৫, ১৯ কার্তিক ১৪৩২, ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৭

সেই তুফান সরকারকে জামিন দিতে হাইকোর্টের রুল


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: অক্টোবর ১৮, ২০২১, ০১:৩৯ পিএম
সেই তুফান সরকারকে জামিন দিতে হাইকোর্টের রুল
ফাইল ছবি

বগুড়ায় কিশোরীকে ধর্ষণ ও তার মাকে নির্যাতনের ঘটনায় গ্রেপ্তার বহিষ্কৃত শ্রমিক লীগ নেতা তুফান সরকারকে দুদকের মামলায় কেন জামিন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

সোমবার (১৮ অক্টোবর) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কে এম জাহিদ সারওয়ার কাজলের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।

এ সময় আদালতে আসামিপক্ষে শুনানি অ্যাডভোকেট রফিকুল ইসলাম সোহেল। আর রাষ্ট্রপক্ষে জামিনের বিরোধিতা করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মাসুদ রুমি ও সহকারী অ্যাটর্নি জেনারেল মেহেদী হাসান মিলন।

এ মামলায় হাইকোর্ট তুফান সরকারের জামিন একাধিকবার খারিজ করেছেন।

এর আগে গত ১ মার্চ হাইকোর্ট আদেশ দিয়েছিলেন- তুফান সরকার ছয় মাস কোনো আদালতে জামিন আবেদন করতে পারবেন না। একইসঙ্গে এ মামলায় তার জামিন প্রশ্নে জারি করা রুল খারিজ করে দেওয়া হয়। একই মামলায় জামিন প্রশ্নে রুল জারি থাকা অবস্থায় ফের জামিন আবেদন করায় এ আদেশ দিয়েছিলেন হাইকোর্ট।

মামলা সূত্রে জানা যায়, শ্রমিক লীগ নেতা তুফান সরকার অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনে অভিযোগে দায়ের করা মামলায় হাইকোর্টে জামিন আবেদন করেন। আসামি তুফান সরকারের আয়ের কোনো উৎস ছিল না। তিনি আয়কর রিটার্নে এক কোটি ৫৯ লাখ ৫৮ হাজার ৮৮৫ টাকা দেখান। দুদকের নোটিশে সম্পদের সঠিক হিসাবও দেননি তিনি।

এ কারণে দুদকের সহকারী পরিচালক মো. আমিনুল ইসলাম ২০১৮ সালের ৩১ ডিসেম্বর বগুড়া সদর থানার মামলা করেন। এ আসামি ধর্ষণ মামলায় গ্রেপ্তার হয়ে ২০১৭ সাল থেকে জেল হাজতে আছেন তিনি।
 

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!