• ঢাকা
  • রবিবার, ০৪ মে, ২০২৫, ২১ বৈশাখ ১৪৩২, ৫ জ্বিলকদ ১৪৪৬

সিইসিসহ নতুন কমিশনারদের অফিস শুরু


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৮, ২০২২, ০১:৫৬ পিএম
সিইসিসহ নতুন কমিশনারদের অফিস শুরু

রোববার শপথ গ্রহণের পর কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন নতুন নির্বাচন কমিশন (ইসি) সোমবার থেকে অফিস শুরু করেছেন।

সোমবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ৯টা ৪৫ মিনিটে কমিশনে প্রবেশ করেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। পরে তিনি চার তলায় ৩০১ নম্বরে নিজ দপ্তরে প্রবেশ করেন।

এছাড়া ৯টা ৩৫ মিনিটে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আহসান হাবীব খান এবং ৯টা ৫০ মিনিটে নির্বাচন ভবনে প্রবেশ করেন কমিশনার রাশেদা সুলতানা। পরে সকাল ১০টায় আসেন নির্বাচন কমিশনার আনিছুর রহমান এবং সর্বশেষ ১০টা ৫ মিনিটে কমিশনে প্রবেশ করেন নতুন কমিশনার মো. আলমগীর।

এসময় প্রধান নির্বাচন কমিশনারসহ অন্য কমিশনারদের ফুলের শুভেচ্ছা জানান অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ, জাতীয় পরিচয় নিবন্ধন (এনআইডি) অনুবিভাগের মহাপরিচালক এ কে এম হুমায়ূন কবীর, পরিকল্পনা প্রকল্পের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবুল কাশেম মো. ফজলুল কাদেরসহ ইসির কর্মকর্তারা।

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!