• ঢাকা
  • মঙ্গলবার, ০৫ আগস্ট, ২০২৫, ২১ শ্রাবণ ১৪৩২, ১১ সফর ১৪৪৬

সিইসি করোনায় আক্রান্ত


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: সেপ্টেম্বর ১৫, ২০২২, ০৩:৩৮ পিএম
সিইসি করোনায় আক্রান্ত

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল করোনায় আক্রান্ত হয়েছেন। তিনি বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) সকালে নির্বাচন কমিশনারদের বিষয়টি নিশ্চিত করেন।

বৃহস্পতিবার নির্বাচন কমিশন (ইসি) এ-সংক্রান্ত আদেশ জারি করবে।

হাবিবুল আউয়াল করোনায় সংক্রমিত হওয়ায় তার অনুপস্থিতিতে রুটিন দায়িত্ব পালন করবেন নির্বাচন কমিশনার মো. আহসান হাবিব খান।

রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে বুধবার (১৪ সেপ্টেম্বর) সকালে ‘দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের কর্মপরিকল্পনা’ প্রকাশ করে ইসি। এই কর্মপরিকল্পনা প্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সিইসি উপস্থিত থাকার কথা ছিল।

করোনায় আক্রান্ত হওয়ার কারণে তিনি অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি। তার অনুপস্থিতিতে নির্বাচন কমিশনার মো. আহসান হাবিব খান প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। 

Link copied!