সংকট কাটাতে সরকারের সহায়তা চায় আলোচিত দেশি ই-কমার্স প্রতিষ্ঠান আলেশা মার্ট। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মঞ্জুর আলম সিকদার বাণিজ্য মন্ত্রণালয়ের সচিবকে লেখা এক চিঠিতে তার প্রতিষ্ঠান টিকিয়ে রাখতে ঋণ সহযোগিতা চেয়েছেন বলে জানা গেছে।
ওই চিঠির অনুলিপি তিনি বাংলাদেশ ব্যাংকের গভর্নর, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব এবং সিআইডির প্রধানকেও পাঠিয়েছেন।
এ বিষয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা গণমাধ্যমকে জানান, কোনো কোম্পানিকে সরাসরি সুবিধা দেওয়ার সুযোগ মন্ত্রণালয়ের নেই। বাণিজ্য মন্ত্রণালয় সরকারের পক্ষে ব্যবসা খাতে নীতি প্রণয়ন ও বাস্তবায়নের কাজ করে। এসব নীতিতে রাষ্ট্রীয় সুবিধা থাকে। তাই কাউকে আলাদা করে সুবিধা দেওয়ার সুযোগ নেই।
এর আগে গত ২ ডিসেম্বর নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে আলেশা মার্ট সব ধরনের দাপ্তরিক কার্যক্রম বন্ধ ঘোষণা করে। এর পর তাদের কাস্টমার কেয়ার সার্ভিসও বন্ধ হয়ে যায়।