• ঢাকা
  • বুধবার, ০৫ নভেম্বর, ২০২৫, ২০ কার্তিক ১৪৩২, ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৭

সবাইকে বৈশ্বিক অবস্থা জানতে হবে: বাণিজ্যমন্ত্রী


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: মে ১৮, ২০২২, ০২:৫৪ পিএম
সবাইকে বৈশ্বিক অবস্থা জানতে হবে: বাণিজ্যমন্ত্রী

দেশের সবাইকে বৈশ্বিক অবস্থা জানতে হবে বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তিনি বলেছেন, “আন্তর্জাতিক বাজারে দাম না কমা পর্যন্ত আমরা কিছুই করতে পারব না। কলকাতায় খবর নিন সেখানে কত দামে তেল বিক্রি হচ্ছে। তাহলে সবাই বুঝতে পারবেন।”

বুধবার (১৮ মে) দুপুরে সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে দ্রব্যমূল্য ও বাজার পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত টাস্কফোর্স কমিটির সভায় তিনি এসব কথা বলেন।

টাকার বিপরিতে ডলারের দাম বাড়ার বিষয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, “করোনা মহামারির কারণে আমাদের দুই বছর আমদানি কম ছিল। এখন খুলে যাওয়ায় ক্যাপিটালে প্রভাব পড়েছে, দুই বছরের চাপ পড়েছে একসঙ্গে। সবকিছু মিলে একটা প্রভাব পড়েছে। আমাদের বৈদেশিক রিজার্ভে চাপ পড়েছে। গত দুই বছর আমদানি কমায় বেড়েছিল রিজার্ভ। এখন চাপ পড়ায় এই সমস্যা হচ্ছে।”

শ্রীলঙ্কার বর্তমান অবস্থার সঙ্গে বাংলাদেশের তুলনা করে তিনি বলেন, “শ্রীলঙ্কায় বিপদ বলে আমাদের বিপদ তা তো নয়। আমরা তো তাদের সহায়তা করেছি। আমাদের ঘাবড়ানোর কোনো কারণ নেই।”

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!