• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

সংসদের সংবাদ এবারও টেলিভিশন দেখে সংগ্রহের অনুরোধ


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জানুয়ারি ১১, ২০২২, ০৭:৪১ পিএম
সংসদের সংবাদ এবারও টেলিভিশন দেখে সংগ্রহের অনুরোধ
ফাইল ছবি

গেল দুই বছরের মতো এবারও টেলিভিশন দেখে সংসদের সংবাদ সংগ্রহের অনুরোধ জানিয়েছে সংসদ সচিবালয়ের গণমাধ্যম শাখা।

মঙ্গলবার (১১ জানুয়ারি) সংসদ সচিবালয়ের গণসংযোগ শাখার পরিচালক মো. তারিক মাহমুদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ অনুরোধ করা হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১৬ জানুয়ারি (রোববার) বিকেল ৪টায় ঢাকার শেরে বাংলা নগরে অবস্থিত বাংলাদেশ জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে একাদশ জাতীয় সংসদের ১৬তম ও ২০২২ খ্রিস্টাব্দের প্রথম অধিবেশন আহ্বান করা হয়েছে। কোভিড-১৯ সংক্রান্ত পরিস্থিতি বিবেচনায় জনস্বার্থে অধিবেশনের সব কার্যক্রম 'সংসদ বাংলাদেশ টেলিভিশন'-এর সরাসরি সম্প্রচারিত অধিবেশন থেকে কাভার করার জন্য সাংবাদিকদের প্রতি অনুরোধ জানাচ্ছি। 

এ পরিপ্রেক্ষিতে সাংবাদিকদের প্রতি উল্লিখিত বিষয়ে আন্তরিক সহযোগিতা কামনা করছি বলেও এতে উল্লেখ করা হয়। 

Link copied!