• ঢাকা
  • রবিবার, ০৪ মে, ২০২৫, ২১ বৈশাখ ১৪৩২, ৫ জ্বিলকদ ১৪৪৬

শ্রমিকদের ওপর হামলা: শ্রমিক অধিকারের নিন্দা প্রকাশ


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জুন ৫, ২০২২, ০৪:৩৪ পিএম
শ্রমিকদের ওপর হামলা: শ্রমিক অধিকারের নিন্দা প্রকাশ

মিরপুরসহ বিভিন্ন স্থানে পোশাক শিল্প শ্রমিকদের চলমান মজুরি বৃদ্ধির আন্দোলনের প্রতি সংহতি এবং আন্দোলনকারী শ্রমিকদের ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদ।

রোববার (৫ জুন) সংগঠনের দপ্তর সম্পাদক আব্দুল করিমের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।  

সংগঠনের কেন্দ্রীয় সভাপতি আব্দুর রহমান ও সাধারণ সম্পাদক সোহেল রানা সম্পদ এক যৌথ বিবৃতিতে বলেন, “দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে সর্বস্তরের শ্রমজীবী মানুষের বেঁচে থাকার প্রাণান্তকর প্রচেষ্টা আজ চরম সংকটাপন্ন। স্বল্প আয়ের শ্রমজীবী মানুষ আজ নিরব দুর্ভিক্ষের সম্মুখীন।”

আন্দোলনরত শ্রমিকদের প্রতি সংহতি জানিয়ে তারা আরও বলেন, “এই অবস্থা থেকে উত্তরণে বাজার দরের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ মজুরি কাঠামো পুনঃনির্ধারণের কোনো বিকল্প নেই। মিরপুরসহ বিভিন্ন স্থানে পোশাক শিল্প শ্রমিকদের সর্বনিম্ন ২০ হাজার টাকা মজুরি নির্ধারণের দাবিতে চলমান আন্দোলন যৌক্তিক এবং ন্যায় সঙ্গত। বেঁচে থাকার এই মৌলিক দাবিতে আন্দোলনরত শ্রমিকদের ওপর হামলা, মামলা দুর্ভিক্ষপীড়িত শ্রমিক শ্রেণিকে দমিয়ে রাখতে পারবে না।”

শ্রমিকদের মজুরি বৃদ্ধির ন্যায় সঙ্গত দাবি মেনে নিয়ে হামলাকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানায় সংগঠনটি। 

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!