• ঢাকা
  • রবিবার, ০৩ আগস্ট, ২০২৫, ১৯ শ্রাবণ ১৪৩২, ৮ সফর ১৪৪৬

শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ চেয়ে হাইকোর্টে আবেদন


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জানুয়ারি ১৯, ২০২২, ১১:৫৮ এএম
শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ চেয়ে হাইকোর্টে আবেদন

সারা দেশে করোনাভাইরাসের সংক্রমণ আবারও বেড়ে যাওয়ায় বর্তমান পরিস্থিতিতে শিক্ষাপ্রতিষ্ঠান ৩০ দিনের জন্য বন্ধ চেয়ে হাইকোর্টে আবেদন করেছেন আইনজীবী ইউনুছ আলী আকন্দ।

বুধবার (১৯ জানুয়ারি) আইনজীবী ইউনুছ আলী আকন্দ এ বিষয়ে সম্পূরক আবেদন করেন।

আইনজীবী জানান, বিচরপতি ফারাহ মাহবুব ও বিচারপতি এস এম মনিরুজ্জামানের বেঞ্চে এ আবেদনের ওপর শুনানি হতে পারে।

এদিকে রোববার (১৬ জানুয়ারি) এক অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী দীপু মনি জানিয়েছেন, “এখন পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। যতটা সম্ভব স্বাস্থ্যবিধি মেনে স্বাভাবিক জীবন বজায় রেখে করোনার প্রকোপ মোকাবিলা করতে হবে। এটিই আমাদের সিদ্ধান্ত।”

শিক্ষামন্ত্রী আরও বলেন, “যদি প্রয়োজন দেখা দেয়, তাহলে নিশ্চয়ই শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত নেওয়া হবে।”

শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষার বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, “এ বিষয়ে পরামর্শক কমিটির সঙ্গে যখন যৌথ সভা করেছি। সে সময় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে আমরা কথা বলেছি। তারা জানিয়েছে, নিয়মিত মনিটরিং করছে। স্বাস্থ্যবিধি খুব কঠোরভাবে মানার চেষ্টা হচ্ছে। সে কারণেই শিক্ষাপ্রতিষ্ঠান খোলা আছে।”

Link copied!