• ঢাকা
  • রবিবার, ০৪ মে, ২০২৫, ২১ বৈশাখ ১৪৩২, ৫ জ্বিলকদ ১৪৪৬

শিক্ষা খাতে বাজেট বাড়াতে হবে: পরিকল্পনামন্ত্রী


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: এপ্রিল ২৩, ২০২২, ০৫:৩৯ পিএম
শিক্ষা খাতে বাজেট বাড়াতে হবে: পরিকল্পনামন্ত্রী

দেশের শিক্ষা খাতে বাজেট আরও বাড়াতে হবে বলে মনে করছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। তিনি বলেছেন, “শিক্ষা খাতে আমাদের সবচেয়ে ব্যয় করা উচিত। কিন্তু এই খাতেই বাজেট অনেক কম।”

শনিবার (২৩ এপ্রিল) রাজধানীর একটি কনভেনশন সেন্টারে ‘শিক্ষার বাজেট, বাজেটের শিক্ষা: শিক্ষা ও মানবসম্পদ উন্নয়ন, কোথায় আছি আমরা’ শীর্ষক এক সেমিনারে তিনি এসব কথা বলেন।

দেশে শিক্ষার হার কম জানিয়ে মন্ত্রী বলেন, “আমি পরিসংখ্যান সংগ্রাহক হিসেবে কাজ করি। সারা দেশের তথ্য সংগ্রহ করি। তারপর সেসব তথ্যের ভিত্তিতে পরিকল্পনা করতে চেষ্টা করি। এর অভিজ্ঞতা থেকে বলছি- শিক্ষা খাতে বাজেট বাড়ানো প্রয়োজন।’

পরিকল্পনামন্ত্রী বলেন, “আমরা অনেক কিছুই ভাবি কিন্তু বাস্তবায়ন করি না। তবে শিক্ষা নিয়ে আমি বলব, শিক্ষায় বাজেট অবশ্যই বাড়ানো উচিত। আমি এটা নিয়ে বারবার কথা বলি সংসদে। সামনে আরও বেশি করে বলব যেন শিক্ষায় বাজেট বাড়ানো হয়।”

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!