• ঢাকা
  • শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬

লালবাগে ভবনে আগুন


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: মার্চ ২৪, ২০২২, ০৯:১১ এএম
লালবাগে ভবনে আগুন
ছবি: সংগৃহীত

রাজধানীর লালবাগে তাজমহল টাওয়ারের পাশে একটি ছয়তলা ভবনের চারতলায় আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট।

বৃহস্পতিবার (২৪ মার্চ) সকাল ৬টায় এ ঘটনা ঘটে।

এ তথ্য নিশ্চিত করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান সরদার বলেন, “আজ সকাল ৬টা এক মিনিটে আগুন লাগার খবর পাওয়া যায়। সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।”

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ সম্পর্কে কিছু জানা যায়নি উল্লেখ করে শাহজাহান সরদার বলেন, “আগুন নিয়ন্ত্রণে আসলে আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ জানানো সম্ভব হবে।”

Link copied!