• ঢাকা
  • বুধবার, ০৬ আগস্ট, ২০২৫, ২১ শ্রাবণ ১৪৩২, ১১ সফর ১৪৪৬

লঞ্চের আগাম টিকিট ২০ এপ্রিল থেকে


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: এপ্রিল ১৭, ২০২২, ০৮:৫৪ পিএম
লঞ্চের আগাম টিকিট ২০ এপ্রিল থেকে

ঈদ উপলক্ষে আগামী ২০ এপ্রিল থেকে মিলবে লঞ্চের আগাম টিকিট। রোববার বিআইডব্লিউটিএ, প্রশাসন ও লঞ্চ মালিকদের বৈঠকে এ সিদ্ধান্ত হয় বলে জানান বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) উপপরিচালক (মিডিয়া) মোবারক হোসেন মজুমদার।

মোবারক হোসেন মজুমদার বলেন, “ঈদের ৫ দিন আগে থেকে লঞ্চে করে কোনো মোটরসাইকেল পরিবহন করা যাবে না। ঈদের পরের ৫ দিনও এই নির্দেশনা বলবৎ থাকবে। এছাড়া ঈদের পাঁচ দিন আগে ও পাঁচ দিন পরে নদীতে কোনো বালুবাহী ট্রলার চলাচল করতে পারবে না।”

এ আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি করে তিনি বলেন, “অতিরিক্ত যাত্রী বহন করা যাবে না। আর টার্মিনালগুলোতে যথেষ্ট নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে।”

সদরঘাট থেকে ৪৩টি রুটে লঞ্চ চলাচল করে। সাধারণ সময়ে প্রতিদিন সেখান থেকে গড়ে ৮০টি লঞ্চ চলাচল করলেও ঈদযাত্রায় প্রায় দুইশ লঞ্চ চলাচল করে।

বুয়েটের এক সমীক্ষার তথ্য অনুযায়ী, এ বারের রোজার ঈদের সময় প্রতিদিন গড়ে ৩০ লাখ মানুষ গ্রামের উদ্দেশে ঢাকা ছাড়বে। রোববার যাত্রী কল্যাণ সমিতির এক সংবাদ সম্মেলনে জরিপের এ তথ্য তুলে ধরে বুয়েটের দুর্ঘটনা ও গবেষণা কেন্দ্রের পরিচালক হাদিউজ্জামান বলেন, প্রতিদিন ১৬ লাখ যাত্রী স্বাভাবিকভাবেই গণপরিবহনে ঈদযাত্রা করতে পারবেন। এর মধ্যে বাসে ৮ লাখ, ট্রেনে এক লাখ, লঞ্চে ১ লাখ ২৫ হাজার, মোটরসাইকেল ৩ লাখ এবং ব্যক্তিগত গাড়িতে ৩ লাখ মানুষ যেতে পারবে। কিন্তু ১৪ লাখ যাত্রী কোনো যানবাহন পাবেন না। ফলে তারা ‘বিকল্প উপায়ে’ যাবেন।

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!