রাজধানীর ধানমন্ডিতে রাস্তা পার হওয়ার সময় দ্রুত গতির একটি ট্রাকের ধাক্কায় এক নারী (আনুমানিক ৫০) নিহত হয়েছেন। প্রাথমিকভাবে তার নাম-পরিচয় জানা যায়নি।
বৃহস্পতিবার (৭ এপ্রিল) সকাল ৭টার দিকে ধানমন্ডির-১০ নম্বর রোডের ‘বিসমিল্লাহ কাবাব ঘর’-এর সামনে এ ঘটনা ঘটে। পরে মুমূর্ষু অবস্থায় ওই নারীকে উদ্ধার করে আগারগাঁও নিউরোসায়েন্স হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সকাল পৌনে ১০টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ধানমন্ডি থানার উপ-পরিদর্শক (এসআই) মুয়ীদ খান জানান, খবর পেয়ে হাসপাতালে গিয়ে ওই নারীর মরদেহ উদ্ধার করেন তারা। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।
হাসপাতালে নিয়ে আসা পথচারীদের বরাত দিয়ে এসআই মুয়ীদ আরও জানান, রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী ট্রাকের ধাক্কায় আহত হন ওই নারী। পরে পথচারীরা তাকে উদ্ধার করে হাসপাতালে আনেন।
নিহত নারী ভিক্ষাবৃত্তি করতেন। তার পরনে খয়েরি রঙের শাড়ি ছিল। সিসিটিভির ফুটেজ দেখে ঘাতক ট্রাকটিকে শনাক্তের চেষ্টা চলছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
                
              
																
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    































