• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে বাংলাদেশ ন্যাপ


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জানুয়ারি ১১, ২০২২, ০৮:২৯ পিএম
রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে বাংলাদেশ ন্যাপ
ছবি: সংগৃহীত

নতুন নির্বাচন কমিশন (ইসি) গঠন নিয়ে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সংলাপে অংশ নিতে বঙ্গভবনে পৌঁছেছে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (বাংলাদেশ ন্যাপ)।

মঙ্গলবার (১১ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় বাংলাদেশ ন্যাপের আট সদস্যের একটি দল বঙ্গভবনে প্রবেশ করে। এতে নেতৃত্ব দিচ্ছেন দলের চেয়ারম্যান জেবেল রহমান গানি।

এরআগে নতুন নির্বাচন কমিশন গঠন নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে গত ২০ ডিসেম্বর থেকে সংলাপ শুরু করেন রাষ্ট্রপতি। চলমান সংলাপের অংশ হিসেবে আজ যোগ দেয় বাংলাদেশ ন্যাপ।

চলতি সংলাপে এ নিয়ে এখন পর্যন্ত ২০টি রাজনৈতিক দলের সঙ্গে ১৪ দিনে পৃথক পৃথকভাবে বৈঠক করেছেন রাষ্ট্রপতি।

এদিকে আগামী ১৪ ফেব্রুয়ারি শেষ হবে বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ। 

Link copied!