• ঢাকা
  • সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জমাদিউস সানি ১৪৪৬

রমজানে অফিসের নতুন সময়সূচি


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: মার্চ ২৮, ২০২২, ০৪:৪৬ পিএম
রমজানে অফিসের নতুন সময়সূচি
ছবি: সংগৃহীত

আসন্ন পবিত্র রমজান মাসে অফিসের নতুন সময়সূচি নির্ধারণ করেছে সরকার। অফিস চলবে সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত। এর মধ্যে থাকবে ১৫ মিনিট (সোয়া ১টা থেকে দেড়টা) জোহরের নামাজের বিরতি।

সোমবার (২৮ মার্চ) সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য রোজার এ অফিস সূচি নির্ধারণ করে দিয়েছে মন্ত্রিসভা। এদিকে চাঁদ দেখা সাপেক্ষে আগামী মাসে শুরু হবে রমজান।

এর আগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত হয়। পরে সচিবালয়ে বৈঠকের বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, “ব্যাংক, বিমা ও আর্থিক প্রতিষ্ঠানের অফিস সময় সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত করা হয়েছে। একই সঙ্গে সাপ্তাহিক ছুটি থাকবে যথারীতি শুক্র ও শনিবার।”

Link copied!