• ঢাকা
  • বুধবার, ০৫ নভেম্বর, ২০২৫, ১৯ কার্তিক ১৪৩২, ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৭

মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মে ৩০, ২০২২, ০৭:২০ পিএম
মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

রাজবাড়ীতে দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় ময়না বেগম (৬০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। তিনি রাজবাড়ী সদর উপজেলার গৌরিপুর গ্রামের সেকেন্দার আলীর স্ত্রী।

সোমবার (৩০ মে) দুপুরে সদর উপজেলার গৌরিপুরে নিমতলা-কোলারহাট সড়কে এই ঘটনা ঘটে।

নিহতের পরিবার জানান, ঘটনার সময় নিজ বাড়ির সামনে সড়কের ওপর দাঁড়িয়ে ছিলেন ময়না বেগম। এ সময় দ্রুতগতির একটি মোটরসাইকেল এসে পিছন থেকে ধাক্কা দেয়। তখন তিনি সড়কের ওপর পড়ে গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। মোটরসাইকেলটি ফেলে রেখে চালক পালিয়ে গেছে।

রাজবাড়ী সদর হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন বলেন, “বৃদ্ধা ময়না বেগমকে হাসপাতালে আনার আগেই মারা যান।”

রাজবাড়ী সদর থানার ওসি মো. শাহাদাত হোসেন বলেন, “নিহতের লাশ হাসপাতালে আছে। আইনী কার্যক্রম প্রক্রিয়াধীন।”

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!