মেগা প্রকল্পে দুর্নীতির বিষয়ে দুদকে চিঠি দেবে বিএনপি


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: এপ্রিল ১১, ২০২২, ০১:৩৯ পিএম
মেগা প্রকল্পে দুর্নীতির বিষয়ে দুদকে চিঠি দেবে বিএনপি

মেগা প্রকল্পে দুর্নীতি নিয়ে বিএনপি শিগগিরই দুদকে চিঠি দেবে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (১১ এপ্রিল) সকালে গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

মির্জা ফখরুল জানান, মেগা প্রকল্পে দুর্নীতির বিষয়ে শিগগিরই দুদকে চিঠি দেওয়া হবে। দেরিতে হলেও সরকারের অনিয়মের শ্বেতপত্র প্রকাশ করা হবে।

এ সময় মির্জা ফখরুল অভিযোগ করে বলেন, “দেশে দুর্নীতির মহোৎসব চললেও ধামাচাপা দিয়ে রাখছে দুদক।”
 
বিএনপির মহাসচিব আরও বলেন, “সরকারের অনিয়ম সর্বগ্রাসী ক্যানসারে রূপ নিয়েছে। অথচ সচেতনভাবে অভিযোগ ঢেকে রাখছে দুদক।”

এ সময় বিএনপির দেওয়া অভিযোগ সুষ্ঠু তদন্ত করে দুদক ব্যবস্থা নেবে বলেও আশা প্রকাশ করেন মির্জা ফখরুল।

Link copied!