• ঢাকা
  • বুধবার, ০৫ নভেম্বর, ২০২৫, ২০ কার্তিক ১৪৩২, ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৭

মহাখালী ফ্লাইওভারে গাড়িতে আগুন


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জানুয়ারি ৬, ২০২২, ০৯:৪৮ পিএম
মহাখালী ফ্লাইওভারে গাড়িতে আগুন
ছবি: সংগৃহীত

রাজধানীর মহাখালী ফ্লাইওভারে একটি গাড়িতে আগুন লেগেছে। পরে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দুটি ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে বলে জানা গেছে।

বৃহস্পতিবার (৬ জানুয়ারি) রাত সোয়া নয়টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার এরশাদ হোসেন।

এরশাদ হোসেন বলেন, “রাত সোয়া ৯টার দিকে আমরা মহাখালী ফ্লাইওভারে একটি গাড়িতে আগুন লাগার খবর পাই। আমাদের দুটি ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে। গাড়িটি প্রাইভেটকার, বাস নাকি অন্য কোনো যান, তা এখনো জানা যায়নি।”

আগুন লাগার কারণ এবং কেউ হতাহত হয়েছেন কি না, সে সম্পর্কে কোনো কিছু জানা সম্ভব হয়নি বলেও জানান তিনি।

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!