• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

ভোজ্যতেল আমদানিতেও ভ্যাট কমল ১০ শতাংশ


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: মার্চ ১৬, ২০২২, ০৯:৪৪ পিএম
ভোজ্যতেল আমদানিতেও ভ্যাট কমল ১০ শতাংশ

ভোজ্যতেলের দাম নিয়ন্ত্রণে এবার পরিশোধিত-অপরিশোধিত সয়াবিন ও পাম তেল আমদানি পর্যায়ে ভ্যাট ১৫ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। অর্থাৎ ভোজ্যতেল আমদানি পর্যায়ে ভ্যাট কমেছে ১০ শতাংশ।

বুধবার বিকেলে জাতীয় রাজস্ব বোর্ড এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে এবং একই দিন থেকে তা কার্যকর করা হয়েছে। এই সুবিধা আগামী ৩০ জুন পর্যন্ত বহাল থাকবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম সই করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, পরিশোধিত-অপরিশোধিত সয়াবিন ও পাম তেল এবং অন্যান্য পরিশোধিত পামওলিন তেলের ওপর আরোপণীয় মূল্য সংযোজন কর ১৫ শতাংশ থেকে হ্রাস করে ৫ শতাংশ নির্ধারণ করা হলো। আজ থেকে কার্যকর হওয়া আদেশ আগামী ৩০ জুন পর্যন্ত বলবৎ থাকবে। এর আগে গতকাল অর্থমন্ত্রণালয় থেকে আমদানি পর্যায়ে ভ্যাট কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল দু’দিন আগে আমদানি স্তরে ভ্যাট কমানোর সিদ্ধান্তের কথা জানান। প্রজ্ঞাপন জারি করে সেই সিদ্ধান্ত কার্যকর করল জাতীয় রাজস্ব বোর্ড-এনবিআর।

এর আগে উৎপাদন স্তরে ১৫ ও ভোক্তা পর্যায়ে ৫ শতাংশ ভ্যাট তুলে নেয়া হয়। এখন আমদানি স্তরেও ১০ শতাংশ কমানো হয়।

সে হিসাবে ভোজ্যতেলে মোট কর কমল ৩০ শতাংশ। নিত্যপ্রয়োজনীয় পণ্যটির ওপর এখন মাত্র ৫ শতাংশ ভ্যাট প্রযোজ্য হবে বলে এনবিআরের কর্মকর্তারা জানিয়েছেন।

এনবিআর বলছে, ব্যাপক কর ছাড়ের ফলে ভোজ্যতেলের দাম কমে আসবে এবং ভোক্তা সাশ্রয়ী দামে তা কিনতে পারবে বলে আশা করা হচ্ছে।

এনবিআরের প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকার জনস্বার্থে পরিশোধিত সয়াবিন তেল, অপরিশোধিত সয়াবিন তেল ও অপরিশোধিত পাম তেলের আমদানি পর্যায়ে মূল্য সংযোজন কর ১৫ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ নির্ধারণ করেছে।

Link copied!