• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬

ভাসমানদের জনসনের টিকা দিচ্ছে সরকার


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ফেব্রুয়ারি ৮, ২০২২, ০৫:৪৭ পিএম
ভাসমানদের জনসনের টিকা দিচ্ছে সরকার

মহামারি করোনাভাইরাসের সংক্রমণরোধে ভাসমানদের জনসনের টিকা দিচ্ছে সরকার। 

রোববার (৬ ফেব্রুয়ারি) রাজধানীর কমলাপুরে ছিন্নমূলদের টিকাদানের মাধ্যমে এ কার্যক্রম শুরু হয়। এদিন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মো. খুরশিদ আলম টিকা কার্যক্রমের উদ্বোধন করেন।

খুরশিদ আলম বলেন, “আপাতত কমলাপুরে ভাসমানদের টিকাদান করা হলেও পর্যায়ক্রমে রাজধানীর সব এলাকায় এবং পরবর্তীতে সারা দেশে ভাসমানদের টিকা দেওয়া হবে।”

অধিদপ্তরের মহাপরিচালক বলেন, “ভাসমানদের সবাইকে জনসন অ্যান্ড জনসনের এক ডোজ করে টিকা দেওয়া হবে। ছিন্নমূলদের পাশাপাশি বর্তমানে মাদ্রাসা শিক্ষার্থীদেরও টিকা দেওয়া হচ্ছে।”

এছাড়া ৭ অক্টোবর পর্যন্ত ৭৪৫ জন ছিন্নমূলকে টিকা দেওয়া হয়। তাদের মধ্যে পুরুষ ৪০৫ জন ও নারী ৩৪০ জন।

স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (এমআইএস ও লাইন ডিরেক্টর এইচআইএস অ্যান্ড ই-হেলথ অধ্যাপক ডা. মিজানুরর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, এছাড়া ৭০০ জন মাদ্রাসা শিক্ষার্থীকে টিকা দেওয়া হয়।

Link copied!