• ঢাকা
  • মঙ্গলবার, ০৮ জুলাই, ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২, ১২ মুহররম ১৪৪৬

ভারতকে সম্প্রীতি বজায় রাখার আহ্বান গণফোরামের


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মে ৫, ২০২২, ০৮:৫৫ পিএম
ভারতকে সম্প্রীতি বজায় রাখার আহ্বান গণফোরামের

বাংলাদেশের পরীক্ষিত বন্ধু উল্লেখ করে ভারতকে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে দেশটির সরকারের প্রতি আহ্বান জানিয়েছে গণফোরাম।

বৃহস্পতিবার (৫ মে) দলের সভাপতি মোস্তফা মোহসীন মন্টু ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুব্রত চৌধুরী এক বিবৃতিতে এ আহ্বান জানান।

বিবৃতিতে বলা হয়- ভারত আমাদের পরীক্ষিত বন্ধু এবং বিশ্বের বৃহত্তর গণতান্ত্রিক রাষ্ট্র। সেখানে দীর্ঘদিন সব সম্প্রদায়ের মানুষ সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বসবাস করে আসছিল। বর্তমানে দুঃখের সঙ্গে লক্ষ্য করছি মুসলিম নারীদের হিজাব পরতে বাধা দেওয়া হচ্ছে না। বুলডোজার দিয়ে মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় স্থাপনাগুলো ভেঙে ফেলা হচ্ছে।

বিবৃতিতে আরও বলা হয়- আমরা অনুরোধ করব প্রতিবেশী বন্ধু রাষ্ট্রসমূহের জনগণের কাছে অসাম্প্রদায়িক ভারত সম্পর্কে ভিন্ন ধারণার সৃষ্টি না করা। অবিলম্বে ভারত সরকার সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারী দল ও ব্যক্তির বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ করবে।

Link copied!