• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬

ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ডিসেম্বর ১, ২০২১, ০৮:৩৮ পিএম
ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
ফাইল ছবি

রাজধানীর খিলগাঁওয়ে পুলিশ ফাঁড়ির সামনে ১০তলা ভবনের তৃতীয় তলা থেকে পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহতের নাম মাহবুবুর রহমান (২০)।

বুধবার (১ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের সহকর্মী আরিফ জানান, খিলগাঁওয়ের ১০ তলা ভবনের তৃতীয় তলায় আমরা একসঙ্গে কাজ করছিলাম। এ সময় মাহবুবুর রহমান কড়াই ভর্তি মিক্সার নিয়ে উপরে উঠার সময় হঠাৎ নিচে পড়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরিফ আরো জানান, আমরা ওই ভবনেই থাকতাম। নিহতের বাড়ি শেরপুর জেলার সদর থানা এলাকায়। তার পিতার নাম সুরুজ আলী।

এ বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া বলেন, “মরদেহটি ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।”

এছাড়া বিষয়টি খিলগাঁও থানাকে জানানো হয়েছে বলেও জানান তিনি।

Link copied!