• ঢাকা
  • বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

ব্লক মার্কেটে বুধবার লেনদেনের শীর্ষে ফরচুন শুজ


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জানুয়ারি ৫, ২০২২, ০৩:৫০ পিএম
ব্লক মার্কেটে বুধবার লেনদেনের শীর্ষে ফরচুন শুজ

সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (৫ জানুয়ারি) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে লেনদেনে অংশ নেয় ৪১টি কোম্পানি। এসব কোম্পানির ৬৯ কোটি ২৯ লাখ টাকার বেশি শেয়ার লেনদেন হয়েছে।

ডিএসইর তথ্যমতে, কোম্পানিগুলোর মোট ৫৭ লাখ ৫৭ হাজার ৯১৫টি শেয়ার ১০০ বার হাতবদল হয়েছে।

ডিএসইর ওয়েবসাইট থেকে নেওয়া তথ্যচিত্র

এছাড়া কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ২৩ কোটি ২৯ লাখ টাকার বেশি শেয়ার লেনদেন করেছে ফরচুন শুজ লিমিটেড। কোম্পানিটির ১৪টি ট্রেডে ২২ লাখ ৪ হাজার ৪৬১টি শেয়ার হাতবদল হয়েছে।

অপর দিকে ব্লক মার্কেটে সবচেয়ে কম লেনদেন করেছে জনতা ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড। এটির শেয়ার লেনদেনের পরিমাণ ৫ লাখ টাকা। একটি ট্রেডে হাতবদল হয়েছে ১০ হাজার-টি শেয়ার।

Link copied!