• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

বিমানবন্দরে বিদেশগামীদের জন্য নতুন নির্দেশনা


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: মার্চ ১০, ২০২২, ০৭:১৭ পিএম
বিমানবন্দরে বিদেশগামীদের জন্য নতুন নির্দেশনা
ফাইল ছবি

মহামারি কোভিড-১৯ টেস্টের জন্য বিদেশগামী যাত্রীদের ৭-৮ ঘণ্টা পূর্বে বিমানবন্দরে আসতে হবে। স্বাস্থ্য সেবা বিভাগের এক সভা থেকে এ আহ্বান জানানো হয়েছে।

বৃহস্পতিবার (১০ মার্চ) তথ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিদেশগামী যাত্রীরা বিলম্বে আগমন করায় কোভিড-১৯ টেস্টের রিপোর্ট ডেলিভারিতেও প্রতিফলন ঘটছে। এ সমস্যা সমাধানে যাত্রীদের ৭-৮ ঘণ্টা পূর্বে আসতে হবে।

এ সময়ের মধ্যে না এলে এ সংক্রান্ত জটিলতার সৃষ্টি হলে তার দায় যাত্রীদেরকেই নিতে হবে। এছাড়া সঠিক সময়ে রিপোর্ট প্রদান করার পর যদি যাত্রী ফ্লাইট মিস করে তার দায়ভারও যাত্রীকেই নিতে হবে।

Link copied!