• ঢাকা
  • সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জমাদিউস সানি ১৪৪৬

বিমানবন্দরে ট্রেনের ধাক্কায় যুবক নিহত


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: নভেম্বর ২২, ২০২১, ০৯:০৮ এএম
বিমানবন্দরে ট্রেনের ধাক্কায় যুবক নিহত

রাজধানীর বিমানবন্দর এলাকায় ট্রেনের ধাক্কায় মেহেদী হাসান (২৪) নামে এক যুবক নিহত হয়েছেন।

রোববার (২২ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত মেহেদী হাসানের বাড়ি কুমিল্লা দেবিদ্বার উপজেলার মধুমুড়া গ্রামে। তার বাবার নাম জাহাঙ্গীর আলম। ৫ ভাইবোনের মধ্যে তিনি ছিলেন তৃতীয়। মধ্য বাড্ডা আলাতুননেছা স্কুলের পাশে একটি বাসায় ভাড়া থাকতেন তিনি। পেশায় রাজমিস্ত্রির কাজ করতেন।

নিহত মেহেদী হাসানের বন্ধু মো. পারভেজ জানান, বিকেলে দুই বন্ধু সাগর ও রাব্বির সঙ্গে ঘুরতে যান মেহেদী। সন্ধ্যার পরই খবর আসে ট্রেনের ধাক্কায় মেহেদী আহত হয়েছেন। তাকে বাড্ডা জেনারেল হাসপাতালে নিয়ে যান সাগর ও রাব্বি। পরে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়।সেখানে কর্তব্যরত চিকিৎসক রাত পৌনে ১০টায় তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. বাচ্চু মিয়া জানান, ঘটনাটি বিস্তারিত জানতে রেলওয়ে থানাকে অবহিত করা হয়েছে।

Link copied!