• ঢাকা
  • শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬

বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৬, ২০২২, ০৩:৫৪ পিএম
বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু

রাজধানীর উত্তর বাড্ডার সাঁতারকুল এলাকার একটি কারখানায় কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহতের নাম মো. শাকিল (১৯)।

শনিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে উত্তর বাড্ডার সাঁতারকুলের আলীর মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, অচেতন অবস্থায় শাকিলকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সকাল সাড়ে ৯টায় তাকে মৃত ঘোষণা করেন।

নিহত শাকিলের খালাতো ভাই মাহবুব হোসেন বলেন, “শাকিল আমার সঙ্গে ইলেকট্রিকের স্টিলের মিটার বক্স তৈরির কারখানায় কাজ করত। সকালে সে মিটারের বক্স তৈরি করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অচেতন অবস্থায় পড়ে থাকে। পরে আমরা তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।”

মৃত শাকিল উত্তর বাড্ডা সাঁতারকুল আলীর মোড় এলাকার ওই কারখানায় থাকতেন। তার বাড়ি চাঁদপুরে ফরিদগঞ্জ থানা এলাকায়। তিনি ওই এলাকার মৃত আবুল বাশারের ছেলে।

এ বিষয়ে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বলেন, “মরদেহটি ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি বাড্ডা থানাকে জানানো হয়েছে।”

Link copied!