• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

বিজিএমইএ থেকে রুবানা হকের পদত্যাগ


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: মার্চ ১৭, ২০২২, ০১:৪৫ পিএম
বিজিএমইএ থেকে রুবানা হকের পদত্যাগ

পোশাক রফতানিকারকদের সংগঠন বিজিএমইএ’র পরিচালনা পর্ষদ থেকে পদত্যাগ করেছেন সংগঠনটির সাবেক সভাপতি রুবানা হক।

বৃহস্পতিবার রুবানা হক গণমাধ্যমকে তথ্যটি নিশ্চিত করেছেন।

গত ফেব্রুয়ারি মাসে চট্টগ্রামে অবস্থিত বেসরকারি বিশ্ববিদ্যালয় এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন রুবানা হক। নিয়োগের পর থেকে তিনি পদত্যাগের ইচ্ছার কথা জানিয়ে চিঠি দেন।

এদিকে তার জায়গায় পর্ষদে স্থান পেয়েছেন ক্রনি গ্রুপের চেয়ারম্যান নীলা হোসনে আরা।

২০২১ সালের ৪ এপ্রিল অনুষ্ঠিত বিজিএমইএ’র দ্বিবার্ষিক নির্বাচনে বর্তমান সভাপতি ফারুক হাসানের প্যানেল-সম্মিলিত পরিষদ থেকে প্রার্থী হয়ে পরাজিত হন নীলা হোসনে আরা। বিজিএমইএ’র ওয়েবসাইটে বোর্ড অব ডিরেক্টরসের তালিকায় রুবানা হকের পরিবর্তে নীলা হোসনে আরার নাম দেখা যাচ্ছে।

এদিকে নির্বাচিত হওয়ার পর কোনো পর্ষদ সভায় অংশ নেননি রুবানা হক। আগের কমিটির সভাপতি রুবানা হক গত নির্বাচনে ফোরাম নামের একটি প্যানেল নিয়ে নির্বাচন করেছিলেন। মোট ৩৫টি পদের মধ্যে তিনিসহ তার প্যানেলের ১১ জন নির্বাচিত হয়েছিলেন। বাকি ২৪টি পদে জিতেছিলেন ফারুক হাসানের নেতৃত্বে সম্মিলিত পরিষদ।

Link copied!