• ঢাকা
  • মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১, ২০ শাওয়াল ১৪৪৫

বিচারপতি কাজী এবাদুল হকের জানাজা সম্পন্ন


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জুলাই ১৫, ২০২২, ০৪:১১ পিএম
বিচারপতি কাজী এবাদুল হকের জানাজা সম্পন্ন

একুশে পদকপ্রাপ্ত ভাষা সৈনিক ও সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাবেক বিচারপতি কাজী এবাদুল হকের নামাজে জানাজা সম্পন্ন হয়েছে।

শুক্রবার (১৫ জুলাই) দুপুর ২টা ৪০ মিনিটে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে তার নামাজে জানাজা সম্পন্ন হয়।

জানাজায় ইমামতি করেন- সুপ্রিম কোর্ট জামে মসজিদের পেশ ইমাম আবু সালেহ মো. সলিমউল্লাহ।

জানাজায় অংশগ্রহণ করেন- প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী, আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতিরা, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি মমতাজ উদ্দিন ফকির, সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এস এম মুনীর, শেখ মোহাম্মদ মোরশেদ, সুপ্রিম কোর্ট বারের সম্পাদক আব্দুন নূর দুলাল, দুদকের প্রধান আইনজীবী খুরশিদ আলম খানসহ বিপুল সংখ্যক আইনজীবী।

এর আগে, বৃহস্পতিবার (১৪ জুলাই) দিবাগত রাত ১২টা ১০ মিনিটে রাজধানীর শমরিতা হাসপাতালে মারা যান কাজী এবাদুল হক। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।

২০১৬ সালে একুশে পদকে ভূষিত হন বিচারপতি কাজী এবাদুল হক। তার স্ত্রী অধ্যাপক শরীফা খাতুনও ২০১৭ সালে একুশে পদক অর্জন করেন। তার মেয়ে কাজী জিনাত হক হাইকোর্ট বিভাগের বিচারপতি।

Link copied!