• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

বাসদের ১৫ দিনের কর্মসূচি ঘোষণা


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: মার্চ ১০, ২০২২, ০৭:২৭ পিএম
বাসদের ১৫ দিনের কর্মসূচি ঘোষণা

দেশে দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণ ও গণতান্ত্রিক নির্বাচনী ব্যবস্থা চালুসহ একগুচ্ছ দাবিতে ১৫ দিনের কর্মসূচি দিয়েছে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ)।

বৃহস্পতিবার (১০ মার্চ) রাজধানীর তোপখানা রোডের কেন্দ্রীয় কার্যালয়ে বাসদ কেন্দ্রীয় কমিটির ঢাকার সদস্যদের এক জরুরি সভায় এসব কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়।

বাসদের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ১৩ থেকে ২৭ মার্চ সারা দেশে হাটসভা, পথসভা, পদযাত্রা, মানববন্ধন, জনসংযোগসহ নানা ধরনের কর্মসূচি পালন করা হবে।

এ সময় সভায় বক্তারা বলেন, “সরকার বাজার নিয়ন্ত্রণে চরমভাবে ব্যর্থই নয়, মুনাফালোভী বাজার সিন্ডিকেটকে প্রশ্রয় ও পৃষ্ঠপোষকতা দিচ্ছে।”

এছাড়া গ্রাম-শহরের শ্রমজীবী সাধারণ মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে টিসিবির পণ্য বিক্রির ট্রাকের সংখ্যা বৃদ্ধি, গ্রাম পর্যন্ত ওএমএস-এর বিক্রি সম্প্রসারিত করা, গ্রাম-শহরের শ্রমজীবী জনগণের জন্য আর্মি রেটে পূর্ণাঙ্গ রেশনিং ব্যবস্থা চালুর দাবি জানান তারা।

বাসদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন বাসদ কেন্দ্রীয় কমিটির সহকারী সাধারণ সম্পাদক রাজেকুজ্জামান রতন, সম্পাদক নিখিল দাস, সদস্য রওশন আরা রুশো, জুলফিকার আলী, শম্পা বসু ও মনীষা চক্রবর্তী।

Link copied!