• ঢাকা
  • রবিবার, ০৪ মে, ২০২৫, ২১ বৈশাখ ১৪৩২, ৫ জ্বিলকদ ১৪৪৬

বাজেট উত্থাপন বৃহস্পতিবার হয় কেন?


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জুন ৯, ২০২২, ০১:৩৯ পিএম
বাজেট উত্থাপন বৃহস্পতিবার হয় কেন?

স্বাধীনতার পর থেকে দেশের সব বাজেটই ‘বৃহস্পতিবার’ সংসদে উত্থাপন করা হয়েছে। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। বরাবরের মতো এবারও বৃহস্পতিবার (৯ জুন) জাতীয় সংসদে দেশের ৫২তম জাতীয় বাজেট উপস্থাপন করা হচ্ছে।

বৃহস্পতিবার জাতায় সংসদে ‘কোভিডের অভিঘাত পেরিয়ে উন্নয়নের ধারাবাহিকতায় প্রত্যাবর্তন’ শিরোনামে বাজেট বক্তৃতা দেবেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

প্রতি অর্থবছরেই বৃহস্পতিবার বাজেট উত্থাপনের কারণ কী? এমন প্রশ্নের জবাব মিলেছে।

এ বিষয়ে সাবেক অর্থ উপদেষ্টা এবং জাতীয় সংসদে দুইবার বাজেট উপস্থাপনকারী ড. এ বি মির্জ্জা আজিজুল ইসলাম বলেন, “অনেক সময় ও বিশ্লেষণ করে বাজেট তৈরি করতে হয়। এর সঙ্গে সংশ্লিষ্টদের বাজেট দেওয়ার আগে যারা বাজেট তৈরি করেন, তাদের অনেক পরিশ্রম করতে হয়। ফলে বৃহস্পতিবার বাজেট দিয়ে দু-এক দিন ছুটি পাওয়া যায়। আবার ছুটির দুই দিনে বাজেটটা বিশ্লেষণও করা যায়। এভাবে করতে করতে ‘বৃহস্পতিবার’ বাজেট উপস্থাপন করার একটা রীতি হয়ে গেছে, একটা ঐতিহ্য চালু হয়েছে, কেউ সেটা ভাঙতে চায় না।”

২০২২-২৩ অর্থবছরের বাজেট উত্থাপন করতে সংসদ ভবনে উপস্থিত আছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এ অর্থবছরে বাজেটের আকার ৬ লাখ ৭৮ হাজার ৬৪ কোটি টাকা।

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!