• ঢাকা
  • বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

বাংলাদেশিদের ৫ হাজার ভিসা দেবে রোমানিয়া : পররাষ্ট্রমন্ত্রী


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ফেব্রুয়ারি ১৪, ২০২২, ০৬:৩৬ পিএম
বাংলাদেশিদের ৫ হাজার ভিসা দেবে রোমানিয়া : পররাষ্ট্রমন্ত্রী
ছবি: সংগৃহীত

বাংলাদেশিদের পাঁচ হাজার ভিসা দেবে রোমানিয়া বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। 

এ লক্ষ্যে ছয় সদস্যের একটি কনস্যুলার টিম বাংলাদেশে আসবে বলেও জানান তিনি।সোমবার (১৪ ফেব্রুয়ারি) এক বার্তায় এ তথ্য জানানো হয়।

বার্তায় পররাষ্ট্রমন্ত্রী বলেন, “চলতি বছরের মার্চ মাস থেকে তিন মাস ঢাকায় অবস্থান করবে তারা। এই প্রথম রোমানিয়া এই ধরনের কনস্যুলার মিশন পাঠাচ্ছে।”

মন্ত্রী আরও বলেন, “এ টিম ৩ হাজার ৪০০ স্থগিত থাকা ভিসাসহ প্রায় ৫ হাজার ভিসা ইস্যু করতে ঢাকায় আসছেন। তাদের কিছু স্থানীয় সহায়তা প্রয়োজন। কারণ এ প্রথম তারা বিদেশে এই ধরনের কনস্যুলার মিশন পাঠাচ্ছে।”

এদিকে বাংলাদেশে রোমানিয়ার কোনো মিশন নেই। তাই দিল্লির মিশন থেকে বাংলাদেশের সঙ্গে যোগাযোগ রাখে দেশটি।

Link copied!