• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

ফেব্রুয়ারির শেষদিকে হতে পারে শিলাবৃষ্টি


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ফেব্রুয়ারি ২, ২০২২, ০৮:২৫ পিএম
ফেব্রুয়ারির শেষদিকে হতে পারে শিলাবৃষ্টি
ফাইল ছবি

চলতি মাসের শেষের দিকে শিলাবৃষ্টিসহ বজ্রঝড় হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ মাসে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টি হতে পারে। একই সঙ্গে ফেব্রুয়ারিতে একটি মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে বলেও পূর্বাভাসে জানিয়েছে দিয়েছে সংস্থাটি। 

দীর্ঘমেয়াদি পূর্বাভাস দিতে আবহাওয়া অধিদপ্তরের গঠিত বিশেষজ্ঞ কমিটি এ পূর্বাভাস দিয়েছে বলে জানা গেছে।

বুধবার (২ ফেব্রুয়ারি) আবহাওয়া অধিদপ্তরের ঢাকার ঝড় সতর্কীকরণ কেন্দ্রে ও ভিডিও কনফারেন্সের মাধ্যমে কমিটির নিয়মিত বৈঠক অনুষ্ঠিত হয়। 

এতে সভাপতিত্ব করেন অধিদপ্তরের পরিচালক (চলতি দায়িত্ব) ও বিশেষজ্ঞ কমিটির চেয়ারম্যান মো. আজিজুর রহমান।

বিশেষজ্ঞ কমিটির চলতি মাসের পূর্বাভাস প্রতিবেদনে বলা হয়, ফেব্রুয়ারিতে সামগ্রিকভাবে দেশে স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। মাসের শেষার্ধে দেশের কোথাও কোথাও ১ থেকে ২ দিন শিলাবৃষ্টিসহ বজ্রঝড় হতে পারে।

এ মাসে দেশে একটি মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে জানিয়ে পূর্বাভাসে জানানো হয়, ফেব্রুয়ারিতে দিনের তাপমাত্রা স্বাভাবিক থাকতে পারে। এ মাসে দেশের উত্তর, উত্তর-পূর্বাঞ্চল, উত্তর-পশ্চিমাঞ্চল ও মধ্যাঞ্চলে এবং নদ-নদী অববাহিকায় মাঝারি বা ঘন কুয়াশা এবং অন্যত্র হালকা বা মাঝারি কুয়াশা পড়তে পারে।

এ মাসে দেশের সব প্রধান নদ-নদীতে স্বাভাবিক পানি প্রবাহ বিরাজমান থাকতে পারে বলেও জানিয়েছে বিশেষজ্ঞ কমিটি।

জানুয়ারি মাসে সারাদেশে স্বাভাবিক (৪ দশমিক ২ শতাংশ বেশি) বৃষ্টিপাত হয়েছে জানিয়ে বিশেষজ্ঞ কমিটির চেয়ারম্যান বলেন, ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও রাজশাহী বিভাগে স্বাভাবিকের চেয়ে বেশি এবং রংপুর, খুলনা ও বরিশাল বিভাগে স্বভাবিকের চেয়ে কম বৃষ্টিপাত হয়েছে। পশ্চিমা লঘুচাপের সঙ্গে পূবালী বায়ুপ্রবাহের সংযোগ ঘটায় ১১ থেকে ১৫ ও ২২ থেকে ২৫ জানুয়ারি দেশের অনেক স্থানে হালকা বৃষ্টি বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়। এ সময় সৰ্ব্বোচ্চ ১৭ মিলিমিটার বৃষ্টিপাত শ্রীমঙ্গলে রেকর্ড (২৬ জানুয়ারি) করা হয়।

উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বাংলাদেশের পশ্চিমাঞ্চল পর্যন্ত বিস্তার লাভ করায় ৪ ও ৫, ১৬ থেকে ১৮ ও ২৮ থেকে ৩১ জানুয়ারি রংপুর, রাজশাহী, খুলনা, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের অনেক স্থানে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যায়। এ সময় দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় ৬ ডিগ্রি সেলসিয়াস (৩১ জানুয়ারি) রেকর্ড করা হয় বলে জানায় বিশেষজ্ঞ কমিটি।

বিশেষজ্ঞ কমিটির জানুয়ারির দীর্ঘমেয়াদি পূর্বাভাসে বলা হয়েছে, জানুয়ারি মাসে ভোর থেকে সকাল পর্যন্ত দেশের উত্তর-পশ্চিমাঞ্চল ও নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন এবং অন্যত্র হালকা থেকে মাঝারি কুয়াশা পরিস্থিতির সৃষ্টি হয়।

এ মাসে দেশের সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে শূন্য দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস কম এবং সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ১ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল।

Link copied!