• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

পল্লবীতে পোশাক শ্রমিককে খুন


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ফেব্রুয়ারি ২২, ২০২২, ০২:৩১ পিএম
পল্লবীতে পোশাক শ্রমিককে খুন

রাজধানীর পল্লবীতে মো. রায়হান (২৬) নামে এক পোশাক শ্রমিককে ছুরি মেরে হত্যা করা হয়েছে।

রোববার রাত ১০টার দিকে লালমাটিয়া ট্রাক স্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের ঠিকানা বা কর্মস্থলের বিষয়ে বিস্তারিত তথ্য জানাতে পারেনি পুলিশ।

ঘটনাস্থল থেকে সংগ্রহ করা সিসিটিভি ভিডিওর বরাতে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ ইসলাম জানান, রাতে লালমাটিয়া ট্রাক স্ট্যান্ডের রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল রায়হান। এ সময় এক যুবক এসে তাকে ছুরি মেরে দৌড়ে পালিয়ে যায়। আহত রায়হানকে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাত ১২টার দিকে তার মৃত্যু হয়।

ওসি পারভেজ আরো জানান, ব্যক্তিগত আক্রোশ থেকে রায়হানকে হত্যা করা হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। সিসি ক্যামেরার ভিডিওতে দেখা ওই যুবককে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে।

Link copied!