• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬

পতন দিয়ে ডিএসইর সপ্তাহ শুরু


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ডিসেম্বর ১২, ২০২১, ০৪:১৭ পিএম
পতন দিয়ে ডিএসইর সপ্তাহ শুরু

সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (১২ ডিসেম্বর) সূচকের বড় পতনের মধ্য দিয়ে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষ হয়েছে। 

এদিন বিক্রির চাপে বাজারে কমেছে অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম। তবে লেনদেন কিছুটা বেড়েছে।

রোববার ডিএসইর প্রধান সূচক ৬৪ পয়েন্ট কমে ৬ হাজার ৯২০ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইএক্স সূচক আগের দিনের চেয়ে কমেছে ৮ পয়েন্ট, আর ডিএস-৩০ সূচক কমে ২৮ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইর তথ্যমতে, রোববার বাজারটিতে ৩৭৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৯৯টির, কমেছে ২৪২টির, আর অপরিবর্তিত রয়েছে ৩৫টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।

এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ১ হাজার ১৪৮ কোটি ২৩ লাখ ৮৭ হাজার টাকা। এর আগে কার্যদিবস বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) লেনদেন হয়েছিল ১ হাজার ৪৩ কোটি ৪৫ লাখ ৬৫ হাজার টাকা। 

Link copied!