• ঢাকা
  • শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬

নাম জমা দিয়ে কোনো লাভ হবে না : সিপিবি


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ফেব্রুয়ারি ১১, ২০২২, ০৮:৩৭ পিএম
নাম জমা দিয়ে কোনো লাভ হবে না : সিপিবি

নতুন নির্বাচন কমিশন ঘটনে সার্চ কমিটির কাছে কোনো নাম জমা দেবে না বলে জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।

শুক্রবার (১১ ফেব্রুয়ারি) বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন সিপিবির সাধারণ সম্পাদক শাহ আলম।

সার্চ কমিটিতে নাম জমা দেওয়ার বিষয়ে জানতে চাইলে শাহ আলম বলেন, “সার্চ কমিটিতে সিপিবির পক্ষ থেকে কোনো নাম প্রস্তাব করা হবে না।”

কারণ জানতে চাইলে শাহ আলম বলেন, “নাম জমা দিয়ে লাভ কী হবে। যে পদ্ধতিতে এ আইনটি পাস হয়েছে তাতে নাম জমা দিয়ে কোনো লাভ হবে না। এ বিষয়ে শেষ সিদ্ধান্ত প্রধানমন্ত্রী নেবেন। সুতরাং নাম দিয়ে কোনো লাভ হবে না।”

সিপিবির সাধারণ সম্পাদক আরও বলেন, “বর্তমানে শেখ হাসিনা প্রধানমন্ত্রী রয়েছেন। পরে তিনি ক্ষমতায় নাও থাকতে পারেন। কিন্তু এ আইনটা যেকোনো স্বৈরশাসকের কাজে ব্যবহৃত হবে। বিশেষ করে সামরিক স্বৈরশাসকের জন্য এ আইনটি সুবিধা করে দেবে।”  

এর আগেও নির্বাচন কমিশন (ইসি) গঠনের লক্ষ্যে রাষ্ট্রপতির সংলাপে অংশগ্রহণ করেনি সিপিবি।

Link copied!