• ঢাকা
  • রবিবার, ০৪ মে, ২০২৫, ২১ বৈশাখ ১৪৩২, ৫ জ্বিলকদ ১৪৪৬

নতুন চার্টের ভাড়ায় বাস চলাচল শুরু


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: নভেম্বর ৯, ২০২১, ০৮:৫১ এএম
নতুন চার্টের ভাড়ায় বাস চলাচল শুরু

রাজধানীসহ সারা দেশের বাসে ও টার্মিনালের কাউন্টারগুলোতে মঙ্গলবার (৯ নভেম্বর) থেকে নতুন ভাড়ার চার্ট দেওয়া হচ্ছে। সেই অনুযায়ী নির্ধারিত ভাড়ায় যাত্রী পরিবহন করবে বাসগুলো। 

সোমবার (৮ নভেম্বর) এ তথ্য জানিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএ। 

বিআরটিএর চেয়ারম্যান নূর আহমেদ মজুমদার জানান, রোববার (৭ নভেম্বর) সন্ধ্যায় বৈঠকে বাসভাড়া বাড়ানোর সিদ্ধান্তের পর রাতে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। সে জন্য ভাড়ার চার্ট তৈরি করতে সময় লেগেছে। নির্ধারিত মূল্যের চেয়ে বেশি ভাড়া নিলে ব্যবস্থা নেওয়া হবে।

বিআরটিএর চেয়ারম্যান আরও বলেন, “ভাড়ার বিষয়টি নজরদারির জন্য প্রতিষ্ঠানের ১৩ জন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মোবাইল কোর্ট বা ভ্রাম্যমাণ আদালত মাঠে নেমেছে।”

এদিকে বর্ধিত বাস ভাড়া নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ জনগণ। বাসের ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত কার্যকর হওয়ার পর প্রথম দিন সোমবার বাস কাউন্টারগুলোতে বেশি ভাড়া আদায়ের অভিযোগ পাওয়া গেছে। যাত্রীরা অভিযোগে বলেন, সরকার যে ভাড়া বাড়িয়েছে, তার চেয়ে বেশি ভাড়া নেওয়া হচ্ছে।

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!