• ঢাকা
  • বুধবার, ০৫ নভেম্বর, ২০২৫, ২০ কার্তিক ১৪৩২, ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৭

‘দেশে মাঙ্কিপক্সে আক্রান্ত কোনো রোগী নেই’


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জুলাই ৩০, ২০২২, ০১:৪১ পিএম
‘দেশে মাঙ্কিপক্সে আক্রান্ত কোনো রোগী নেই’

দেশে মাঙ্কিপক্সে আক্রান্ত কোনো রোগী নেই বলে জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য শরফুদ্দিন আহমেদ।

শনিবার (৩০ জুলাই) দুপুরে গণমাধ্যমকে তিনি এ কথা বলেন।

বিশ্বে মাঙ্কিপক্সে মৃত্যুর হার বাড়ছে জানিয়ে শরফুদ্দিন আহমেদ বলেন, “দেশে মাঙ্কিপক্স আক্রান্ত কেউ না থাকলেও সীমান্ত ও বিমানবন্দরে সতর্ক থাকতে হবে। যেন কারও মাধ্যমে ভাইরাসটি আমাদের দেশে প্রবেশ করতে না পারে।”

আফ্রিকা থেকে বিশ্বজুড়ে মাঙ্কিপক্সের সংক্রমণ ছড়িয়ে পড়ছে। এখন পর্যন্ত বিশ্বের ৭৮টি দেশে মাঙ্কিপক্স ছড়িয়েছে। আক্রান্ত রোগীর সংখ্যা ২০ হাজারের বেশি। মৃত্যুর সংখ্যাও দিন দিন বাড়ছে।

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!