• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

দুর্নীতিকে শিক্ষার্থীদের ‘লাল কার্ড’


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ডিসেম্বর ৪, ২০২১, ১২:৩৪ পিএম
দুর্নীতিকে শিক্ষার্থীদের ‘লাল কার্ড’
ছবি: সংবাদ প্রকাশ

নিরাপদ সড়কের দাবিতে টানা কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর রামপুরা ব্রিজে আবারো অবস্থান নিয়েছেন শিক্ষার্থীরা। 

শনিবার (৪ ডিসেম্বর) বেলা ১২টার দিকে দুর্নীতিকে লাল কার্ড দেখানোর মধ্য দিয়ে আন্দোলন শুরু করেছেন তারা।

এ সময় তারা নিরাপদ সড়কের দাবি বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানান। 

এদিকে শিক্ষার্থীদের আন্দোলনে যান চলাচল সম্পূর্ণ বন্ধ না হলেও মতিঝিল থেকে এয়ারপোর্টগামী সড়কে যান চলাচল কিছুটা ব্যাহত হচ্ছে। এ সময় শিক্ষার্থীরা তাদের দাবির পক্ষে বিভিন্ন স্লোগান দিচ্ছেন। এ আন্দোলনকে ঘিরে রামপুরা এলাকায় বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। 

এর আগে শুক্রবার (৩ ডিসেম্বর) সকাল ১০টা থেকে রামপুরা ব্রিজে জড়ো হতে থাকেন শিক্ষার্থীরা। পরে ব্রিজের এক পাশে অবস্থান নিয়ে তারা বিক্ষোভ কর্মসূচি পালন করন। এ সময় নিরাপদ সড়কের দাবি বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানান তারা। বিক্ষোভ শেষে দুর্নীতিকে লাল কার্ড দেখানোর কর্মসূচি ঘোষণা করা হয়।

Link copied!