• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

থানার পেছনেই পড়েছিল অজ্ঞাত ব্যক্তির মরদেহ


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জানুয়ারি ১১, ২০২২, ০৯:২৯ পিএম
থানার পেছনেই পড়েছিল অজ্ঞাত ব্যক্তির মরদেহ
ফাইল ছবি

রাজধানীর বংশাল থানার পেছন থেকে এক ব্যক্তির গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে তার নাম-ঠিকানা এখনও জানা সম্ভব হয়নি। তার বয়স আনুমানিক ৩০ বছর।

মঙ্গলবার (১১ জানুয়ারি) রাতে এ তথ্য নিশ্চিত করেছেন বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের।

আবুল খায়ের জানান, অজ্ঞাত ওই ব্যক্তি ভবঘুরে। তিনি মাদকাসক্ত ছিলেন। থানার ঠিক পেছনে দুই ভবনের মাঝ থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের পরিচয় এখনও জানা যায়নি। ধারণা করা হচ্ছে, অসুস্থ জনিত কারণে কয়েক দিন আগেই মৃত্যু হয়েছে তার।

পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

Link copied!