• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৭ আগস্ট, ২০২৫, ২৩ শ্রাবণ ১৪৩২, ১২ সফর ১৪৪৬

তেজগাঁও ও লালবাগে পুলিশের নতুন ডিসি


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: আগস্ট ৮, ২০২২, ০৪:২৭ পিএম
তেজগাঁও ও লালবাগে পুলিশের নতুন ডিসি

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও ও লালবাগ বিভাগে নতুন উপকমিশনার (ডিসি) নিয়োগ দেওয়া হয়েছে। ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক আদেশে তাদের ডিএমপির দুই বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে।

সোমবার (৮ আগস্ট) ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়।

জানা যায়, ডিএমপি হেডকোয়ার্টার্সের এক আদেশে প্রসিকিউশন বিভাগের উপপুলিশ কমিশনার মো. জাফর হোসেনকে লালবাগ বিভাগের উপপুলিশ কমিশনার এবং গোয়েন্দা রমনা বিভাগের উপপুলিশ কমিশনার এইচ এম আজিমুল হককে তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে। সেই সঙ্গে আদেশটি অবিলম্বে কার্যকরের নির্দেশ দেওয়া হয়েছে।

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!