ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্রী ইলমা চৌধুরী মেঘলার (২৪) মৃত্যুর ঘটনায় করা মামলায় স্বামী ইফতেখার আবেদীনের (৩৬) তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বুধবার (১৫ ডিসেম্বর) ইফতেখার আবেদীনকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর বনানী থানায় দায়ের হওয়া হত্যা মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাকে সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করে পুলিশ। শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আশেক ইমাম তার রিমান্ড মঞ্জুর করেন।
সংশ্লিষ্ট থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা উপপরিদর্শক আলমগীর হোসেন গণমাধ্যমকে এ তথ্য জানান।
এর আগে মঙ্গলবার (১৪ ডিসেম্বর) বিকেলের দিকে রাজধানীর বনানীতে স্বামীর বাসায় মারা যান ইলমা। এ সময় তার শরীরে আঘাতের অনেক চিহ্ন দেখা গেছে বলে জানিয়েছেন সহপাঠীরা। তবে ইলমার স্বামী ও শ্বশুরবাড়ির মানুষের দাবি ইলমা আত্মহত্যা করেছেন।
এ ঘটনায় মঙ্গলবার রাতেই ইলমার বাবা সাইফুল ইসলাম চৌধুরী বাদী হয়ে বনানী থানায় হত্যা মামলা করেন।
পরে নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে ইলমার স্বামী ইফতেখার আবেদীনকে মঙ্গলবার রাতেই আটক করে বনানী থানা-পুলিশ।