• ঢাকা
  • রবিবার, ০৪ মে, ২০২৫, ২১ বৈশাখ ১৪৩২, ৫ জ্বিলকদ ১৪৪৬

ঢাকার বিভিন্ন এলাকায় মাদক সরবরাহ করত সাইফুল


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জুন ৫, ২০২২, ০৭:১৬ পিএম
ঢাকার বিভিন্ন এলাকায় মাদক সরবরাহ করত সাইফুল

রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে এক হাজার তিন পিস ইয়াবা ও ৯ কেজি গাঁজাসহ এক মাদক চোরাকারবারিকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। তার নাম সাইফুল ইসলাম (২৪)।

রোববার (৫ জুন) ভোরে অভিযান চালিয়ে যাত্রাবাড়ীর ধলপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-১০ এর পুলিশ সুপার এনায়েত করিম জানান, অভিযানে আটক ব্যক্তির কাছ থেকে পাঁচ লাখ ৭০ হাজার ৯০০ টাকা মূল্যের ৯ কেজি গাঁজা ও এক হাজার তিন পিস ইয়াবা ও একটি মোবাইল জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাইফুল জানিয়েছে, সে একজন পেশাদার মাদক চোরাকারবারি। বেশ কিছুদিন ধরে যাত্রাবাড়ীসহ ঢাকার বিভিন্ন এলাকায় গাঁজা ও ইয়াবাসহ অন্যান্য মাদকদ্রব্য সরবরাহ করছিল। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় একটি মাদক মামলা হয়েছে।
 

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!