• ঢাকা
  • সোমবার, ০৪ আগস্ট, ২০২৫, ২০ শ্রাবণ ১৪৩২, ৯ সফর ১৪৪৬

ডিএসসিসির গাড়ির ধাক্কায় নারীর মৃত্যু


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জুন ১, ২০২২, ০১:৩৮ পিএম
ডিএসসিসির গাড়ির ধাক্কায় নারীর মৃত্যু

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ময়লার গাড়ির ধাক্কায় নাজমা বেগম (৪৫) নামের এক নারী নিহত হয়েছেন।

মঙ্গলবার (৩১ মে) রাত ১০টার দিকে মুগদার টিটি পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মুগদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দীন মীর এ তথ্য নিশ্চিত করে জানান, রাত ১০টার দিকে ওই নারী সড়ক পার হতে গেলে ডিএসসিসির একটি ময়লার গাড়ি তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি জামাল উদ্দীন আরও জানান, বর্তমানে ওই নারীর মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে রয়েছে। ডিএসসিসির ময়লার গাড়িটি জব্দ করা হয়েছে এবং এর চালক সোহেল রানাকে আটক করা হয়েছে।

Link copied!