• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

ডিএসইতে সূচকের উত্থান


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ডিসেম্বর ১৫, ২০২১, ০৪:২৩ পিএম
ডিএসইতে সূচকের উত্থান

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) চলতি সপ্তাহের চতুর্থ ও শেষ কার্যদিবস বুধবার (১৫ ডিসেম্বর) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। তবে ডিএসইতে টাকার পরিমাণে লেনদেন কমেছে। 

একইসঙ্গে ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া অধিকাংশ কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের দাম বাড়লেও সিএসইতে কমেছে।

বুধবার ডিএসই’র প্রধান সূচক ডিএসইএক্স ৩০.৩৬ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৮৬৮.১৭ পয়েন্টে অবস্থান করছে। 

ডিএসই-৩০ সূচক ১৮.০৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ৫৮৬.৪৬ পয়েন্টে। আর ডিএসইএস সূচক ৫.৬৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৪৬২.৩০ পয়েন্টে। 

বুধবার ডিএসইতে ৩৭৭টি কোম্পানির শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৫৯টির, কমেছে ১৫৮টির এবং অপরিবর্তিত আছে ৬০টির। 

এছাড়া দিন শেষে ডিএসইতে ৮০১ কোটি ২৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে ২৭৯ কোটি টাকা কম।

Link copied!