• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬

ডিএমপির ৩ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জানুয়ারি ১২, ২০২২, ০৬:১৯ পিএম
ডিএমপির ৩ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তিন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। 

বুধবার (১২ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছে ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেসন্স বিভাগ। ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ বদলি করা হয়।

বদলিদের মধ্যে ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) পদমর্যাদার একজন ও সহকারী পুলিশ কমিশনার (এসি) পদমর্যাদার দুই কর্মকর্তা রয়েছেন।

ডিএমপি জানায়, আদেশে ডিএমপি হেডকোয়ার্টার্সের এডিসি মো. সাহানুর খানকে প্রফেশনাল স্টার্ভাড অ্যান্ড ইন্টারনাল ইনভেস্টিগেশন বিভাগের এডিসি হিসেবে পাঠানো হয়েছে। 

এছাড়াও ডিএমপির হেডকোয়ার্টার্সের এসি মো. শাহ্ জালালকে সহকারী পুলিশ কমিশনার (প্রটেকশন বিভাগ) ও সহকারী পুলিশ কমিশনার মো. রেজাউল করিম ভূঞাকে সহকারী পুলিশ কমিশনারের (ক্রাইম কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার) দায়িত্ব দেয়া হয়েছে।

পাশাপাশি আদেশটি অবিলম্বে কার্যকরের নির্দেশ দেয়া হয়েছে।

Link copied!